Inhouse product
চায়না -৩ লিচু
লিচুর একটি প্রকারভেদ হল চায়না-৩। বিজ্ঞানীরা নানা জাতের লিচু উদ্ভাবন করেছেন, তার মধ্যে 'চায়না-৩' জাত রয়েছে।চায়না-৩ লিচুটি বারি লিচু-৩ নামেও পরিচিত। এটি একটি নাবী (সবশেষে পাওয়া যায়) জাতের লিচু এবং লিচুর সকল জাতের মধ্যে আকার, কোষের গড়ন এবং স্বাদের বিচারে বর্তমানে এটিই বাংলাদেশের সবচেয়ে উন্নত জাত। দেশের উত্তারাঞ্চলে এ জাতটি চাষের জন্য বিশেষ উপযোগী। চায়না-৩ লিচু এর অতুলনীয় স্বাদ, নরম সাদা শাঁস, সুমিষ্ট সুগন্ধের কারণে বর্তমান লিচুর বাজারে জনপ্রিয়তার শীর্ষে আছে। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বাগান রয়েছে। এটি বোম্বাই লিচুর সঙ্গে ২০ জুন এর পর বাজারে ওঠে।
এ জাতের লিচু ফল মোটামুটি বড় গোলাকার হয় এবং গড় ওজন প্রায় ২৫-৩০ গ্রাম। টিএসএস-১৮%। খাবারযোগ্য অংশ ও বীজের সমানুপাত ১৫ঃ ১। এই জাতের লিচু প্রায় দেশের সব জায়গাতেই হয় কিন্তু বৃহত্তর দিনাজপুর, রাজশাহী, বগুড়া, পাবনা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, যশোর, মেহেরপুর ইত্যাদি জেলায় বেশি পরিমান চাষ হয়।
যদি সুস্থ থাকতে চান তাহলে নিয়োমিত বিশুদ্ধ খাবার খান।
বিশুদ্ধতা মানেই সুস্থতা
আর সুস্থতা মানেই রসোবালি।